Sabbir Munna
Sabbir Munna

বুকভরা কস্ট

বুকভরা কস্ট

41 Plays

31 Jul 2021

আমি মুন্না আজকে মাইক আইছি হুনাইমু মন ভাং্গার গল্প তাই দেখাইল কত সপ্ন বুক রাখিয়া মাথা আবার ওউ বুক দিল তাই আগুন লাগাইল এই আগুন লাগাইল বুক লইয়া আছি আমি বাচিয়া খালি আমার আল্লাহর কথা ভাবিয়া তোমার প্রেম পরিয়া আমার জীবন হইল নস্ট তুমি ভালবাসার নামে দিলায় বুকভরা কস্ট আমার এই মনে তোমারে লইয়া আছিল কত আশা সারাজীবন কাটাইমু এক বালিশও রাখিয়া মাথা পাগল পাগল ডাকিয়া গেলাইগি আমারে পাগল বানাইয়া এই পাগলে সুখ তোকায় একন ভরসা ফকিরর গালাত গিয়া তোমার দেয়া কস্ট এখন আমি দেই ধোমার লগে উরাইয়া আমার কলিজা যার পুড়িয়া তুমি এই নিটুর খেলা কেমনে খেললায় আমার এই পাগল মনটারে লইয়া তোমার দেওয়ায় কস্টয় আমার এই জীবন হইল একবারে নস্ট এই নস্ট জীবন লইয়া করছি কত পাপ এখন দুই হাত তুলিয়া চাই আমি আমার খোদার কাছে মাফ তুমি গেলায় ফালাইয়া তোমার স্মৃতি গেলায় তইয়া তোমার স্মৃতি লইয়া আমি অনেক কস্টে আছি বাচিয়া এমন কথা আছিল সারাজীবন তাকবায় আমার হাত ধরিয়া এখন তুমি সুখর গপ্প কররায় কার বুক ঘুমাইয়া এই পাগল পোয়ার পাগল মনটারে দিলায় ভাঙ্গায় মনটা জলতে জলতে এখন হইছে কয়লা হাজার হাজার সুখর সপন দেখাইয়া গেলায় আমারে দুঃখর সাগরও ভাসাইয়া এখন আমি কুল পাইনা আতরাইয়া বুকের মাঝে পাহাড় সমান কস্ট লইয়া নেশার জীবন লইছি বাইছা এখন নেশায় আমারে খুব রাখের আগলাইয়া মদ খা গাজা খা পারলে একটান বিড়ি খা কলিজাটা জলি জাক পুরি জাক তবুও এই মনটা ভালা থাক তোমার মায়ায় পরিয়া জিন্দা থাকতেও গেলাম আমি মরিয়া

1 Comments

Leave a comment

3 years ago

আমি মুন্না আজকে মাইক আইছি হুনাইমু মন ভাং্গার গল্প তাই দেখাইল কত সপ্ন বুক রাখিয়া মাথা আবার ওউ বুক দিল তাই আগুন লাগাইল এই আগুন লাগাইল বুক লইয়া আছি আমি বাচিয়া খালি আমার আল্লাহর কথা ভাবিয়া তোমার প্রেম পরিয়া আমার জীবন হইল নস্ট তুমি ভালবাসার নামে দিলায় বুকভরা কস্ট আমার এই মনে তোমারে লইয়া আছিল কত আশা সারাজীবন কাটাইমু এক বালিশও রাখিয়া মাথা পাগল পাগল ডাকিয়া গেলাইগি আমারে পাগল বানাইয়া এই পাগলে সুখ তোকায় একন ভরসা ফকিরর গালাত গিয়া তোমার দেয়া কস্ট এখন আমি দেই ধোমার লগে উরাইয়া আমার কলিজা যার পুড়িয়া তুমি এই নিটুর খেলা কেমনে খেললায় আমার এই পাগল মনটারে লইয়া তোমার দেওয়ায় কস্টয় আমার এই জীবন হইল একবারে নস্ট এই নস্ট জীবন লইয়া করছি কত পাপ এখন দুই হাত তুলিয়া চাই আমি আমার খোদার কাছে মাফ তুমি গেলায় ফালাইয়া তোমার স্মৃতি গেলায় তইয়া তোমার স্মৃতি লইয়া আমি অনেক কস্টে আছি বাচিয়া এমন কথা আছিল সারাজীবন তাকবায় আমার হাত ধরিয়া এখন তুমি সুখর গপ্প কররায় কার বুক ঘুমাইয়া এই পাগল পোয়ার পাগল মনটারে দিলায় ভাঙ্গায় মনটা জলতে জলতে এখন হইছে কয়লা হাজার হাজার সুখর সপন দেখাইয়া গেলায় আমারে দুঃখর সাগরও ভাসাইয়া এখন আমি কুল পাইনা আতরাইয়া বুকের মাঝে পাহাড় সমান কস্ট লইয়া নেশার জীবন লইছি বাইছা এখন নেশায় আমারে খুব রাখের আগলাইয়া মদ খা গাজা খা পারলে একটান বিড়ি খা কলিজাটা জলি জাক পুরি জাক তবুও এই মনটা ভালা থাক তোমার মায়ায় পরিয়া জিন্দা থাকতেও গেলাম আমি মরিয়া

You may also like