MOLLY (10:39)
মোঃ আকাশএকটা সময় তরে আমার সবি ভাবিতাম, তরে মন পিঞ্জরে ঝতন করে আগলাইয়া রাকতাম। তর হাঁসি মুখের ছবি দেইখা দুঃখ পুসাইতাম, তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম। ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তরে টাই, এখন তর মনেতে আমার জন্য কুনো জায়গা নাই। ওরে আদর কইরা পিঞ্জরাতে পুসলাম পাখিরে তুই যা রে যা ইড়া যারে অন্য কাচাতে। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতি সাথে খেলার অধিকার দিলো কে মাইয়া তুই বড় অপরাধী তর কমা নাইরে।। তরে ইস্কুল পলাইয়া একটা নজর দেকিতে যাইতাম, আমি টিফিনের সব টাকা জামাই আবেগ কিনিতাম। হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের ও সুরে তরে খুঁজিয়া লইতাম। এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে, এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিলরে। রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়, তুই দেইকালোরে ত্রিভোবনে কেউ তো কারো নয়, ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতি সাথে খেলার অধিকার দিলো কে মাইয়া তুই বড় অপরাধী তর কমা নাইরে। তর নামের পাশে সবুজ বাতি আরতো জলেনা, এখন রাত্রি ঝুইরা কেউ তো আর মায়া লাগাড়না। কারো হাঁসি মুখের ছবি দেইখা ঘুম আর বাংগেনা, কেউ আর ফ্লেগজি লোডের দোকান টাতে ও ভিড় জমায় না। এখন তারার মতো জলে নিবে কষ্ট গুলারে, আমি গিটারের সুর সাথে লইয়া ভালো আছি রে। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
Leave a comment
একটা সময় তরে আমার সবি ভাবিতাম, তরে মন পিঞ্জরে ঝতন করে আগলাইয়া রাকতাম। তর হাঁসি মুখের ছবি দেইখা দুঃখ পুসাইতাম, তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম। ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তরে টাই, এখন তর মনেতে আমার জন্য কুনো জায়গা নাই। ওরে আদর কইরা পিঞ্জরাতে পুসলাম পাখিরে তুই যা রে যা ইড়া যারে অন্য কাচাতে। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতি সাথে খেলার অধিকার দিলো কে মাইয়া তুই বড় অপরাধী তর কমা নাইরে।। তরে ইস্কুল পলাইয়া একটা নজর দেকিতে যাইতাম, আমি টিফিনের সব টাকা জামাই আবেগ কিনিতাম। হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের ও সুরে তরে খুঁজিয়া লইতাম। এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে, এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিলরে। রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়, তুই দেইকালোরে ত্রিভোবনে কেউ তো কারো নয়, ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতি সাথে খেলার অধিকার দিলো কে মাইয়া তুই বড় অপরাধী তর কমা নাইরে। তর নামের পাশে সবুজ বাতি আরতো জলেনা, এখন রাত্রি ঝুইরা কেউ তো আর মায়া লাগাড়না। কারো হাঁসি মুখের ছবি দেইখা ঘুম আর বাংগেনা, কেউ আর ফ্লেগজি লোডের দোকান টাতে ও ভিড় জমায় না। এখন তারার মতো জলে নিবে কষ্ট গুলারে, আমি গিটারের সুর সাথে লইয়া ভালো আছি রে। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
You may also like