Adenson Baroi
Adenson Baroi

moner moto n

moner moto n

7 Plays

12 months ago

মনডায় চাই মইরা যাই মইরাও যে শান্তি নাই এমনে কইরা বাচা যায়? বাচার নামে কে কি খায়। শাকের দামে মাছ কেউ আর দুধ বেইচা মদ গেলায় মানুষ তো আর মানুষ নাই সব শালারা চুদির ভাই। এই দুনিয়া তো শেষ না পরকাল তো ভাবো না এমনে তো আর চলে না মানুষ মানেই ছলনা। সীমা কারো নাম না সীমানা হইলো জেলখানা এক নিমিষেই শান্তি পাবে ব্যবস্থাটা বুঝতে পারলে হয় শুরুতে নয়ত শেষে। শান্তি হইলো বড়লোক দুঃখ নাই তার নাইকো ক্ষোভ মনের কষ্টে ছোটলোক মনের দুঃখই বড় ক্ষোভ। শান্তি কখন নিতে চাও অনুধাবনের যখন পাও। শিক্ষা সবার মেলেনা ধৈর্য আগে ধরোনা। দেখো অল্প ছলনা ছলনা তো ললনা ভালোবাসা স্বর্গ না বুঝতে গেলো জীবনটা। ধর লাঠি মারো বান বসো মাঠে ধরো গান সময় গেলেই অনুশোচনা যা গেছে তা আসবেনা এমন সুখ তো মিলবেনা কোথাও শুরু কোথাও শেষ কিছুর শুরু কিছুর শেষ উল্টা অংক করো না। মন যা বলে মানো না হাসো কাদো বুঝো শিখো এইতো জীবন বাচো নাচো। Adenson Partho Baroi

2 Comments

Leave a comment

12 months ago

Dig it 👏

12 months ago

মনডায় চাই মইরা যাই মইরাও যে শান্তি নাই এমনে কইরা বাচা যায়? বাচার নামে কে কি খায়। শাকের দামে মাছ কেউ আর দুধ বেইচা মদ গেলায় মানুষ তো আর মানুষ নাই সব শালারা চুদির ভাই। এই দুনিয়া তো শেষ না পরকাল তো ভাবো না এমনে তো আর চলে না মানুষ মানেই ছলনা। সীমা কারো নাম না সীমানা হইলো জেলখানা এক নিমিষেই শান্তি পাবে ব্যবস্থাটা বুঝতে পারলে হয় শুরুতে নয়ত শেষে। শান্তি হইলো বড়লোক দুঃখ নাই তার নাইকো ক্ষোভ মনের কষ্টে ছোটলোক মনের দুঃখই বড় ক্ষোভ। শান্তি কখন নিতে চাও অনুধাবনের যখন পাও। শিক্ষা সবার মেলেনা ধৈর্য আগে ধরোনা। দেখো অল্প ছলনা ছলনা তো ললনা ভালোবাসা স্বর্গ না বুঝতে গেলো জীবনটা। ধর লাঠি মারো বান বসো মাঠে ধরো গান সময় গেলেই অনুশোচনা যা গেছে তা আসবেনা এমন সুখ তো মিলবেনা কোথাও শুরু কোথাও শেষ কিছুর শুরু কিছুর শেষ উল্টা অংক করো না। মন যা বলে মানো না হাসো কাদো বুঝো শিখো এইতো জীবন বাচো নাচো। Adenson Partho Baroi

You may also like