Md Lutfor Rahman Babu Pappu

বিষ মাখা তীর Rapp Song by DSTR

Md Lutfor Rahman Babu Pappu
বিষ মাখা তীর Rapp Song by DSTR

84 Plays

25 Sep 2021

পাহাড়ের চুড়ায় চরতে গিয়ে বহুবার পড়েছি তীলেতীলে গড়া স্বপ্ন ভেংগে কতবার গড়েছি শরীরে জখম ভাংগা মন বাজি জীবন ধরেছি আগুনে কয়লা হবার আগেই আমি ফের জ্বলেছি জগতের রং তামাশায় মানবতা হায় যেন বড় দায় দেখালাম সত্যের পথ শেষ সময়ে সন্ধ্যা বেলায় ভেবে যাকে ইমানদার হায় জায়গা দিলাম আমার সিনায় বেইমান বিষ মাখা তীর মারলো ছুড়ে সেই কলিজায় অভাবের দুর্গম পথ কস্ট সে অব্যাক্ত ব্যাথা বলেছিস ভালো নেই আমি নত করে তোর উর্ধ মাথা সহজে ভুলে গেলি তুই ফেলে আসা সে দুর্দিনের কথা ছিলি ঝড়ে ভেংগে পড়া গাছের ঝরে পরা মরা শুষ্ক পাতা আজ তোর পকেট ভারি হয়ে গায়ে যেন বেরে গেছে জোর ভুলে গেলি জীবন থেকে ছিটকে ছিলি জুয়ার ভেতর আধার থেকে ধাক্কা দিয়ে হায় দেখালো যে তোকে ভোর অপবাদ গীবত লুটাস তোর সমাজে তারই উপর মনে রাখ সম্মান পেলি খোদার নিকট যার অছিলায় মুনাফিক মত্ত হয়ে আছিস তারই সমালোচনায় পাগলের মত মেতে উঠেলি মিথ্যা রঙ লীলায় অভিসাপ দেই খোদা যেন তোর মরনে জল না মেলায়

1 Comments

Leave a comment

পাহাড়ের চুড়ায় চরতে গিয়ে বহুবার পড়েছি তীলেতীলে গড়া স্বপ্ন ভেংগে কতবার গড়েছি শরীরে জখম ভাংগা মন বাজি জীবন ধরেছি আগুনে কয়লা হবার আগেই আমি ফের জ্বলেছি জগতের রং তামাশায় মানবতা হায় যেন বড় দায় দেখালাম সত্যের পথ শেষ সময়ে সন্ধ্যা বেলায় ভেবে যাকে ইমানদার হায় জায়গা দিলাম আমার সিনায় বেইমান বিষ মাখা তীর মারলো ছুড়ে সেই কলিজায় অভাবের দুর্গম পথ কস্ট সে অব্যাক্ত ব্যাথা বলেছিস ভালো নেই আমি নত করে তোর উর্ধ মাথা সহজে ভুলে গেলি তুই ফেলে আসা সে দুর্দিনের কথা ছিলি ঝড়ে ভেংগে পড়া গাছের ঝরে পরা মরা শুষ্ক পাতা আজ তোর পকেট ভারি হয়ে গায়ে যেন বেরে গেছে জোর ভুলে গেলি জীবন থেকে ছিটকে ছিলি জুয়ার ভেতর আধার থেকে ধাক্কা দিয়ে হায় দেখালো যে তোকে ভোর অপবাদ গীবত লুটাস তোর সমাজে তারই উপর মনে রাখ সম্মান পেলি খোদার নিকট যার অছিলায় মুনাফিক মত্ত হয়ে আছিস তারই সমালোচনায় পাগলের মত মেতে উঠেলি মিথ্যা রঙ লীলায় অভিসাপ দেই খোদা যেন তোর মরনে জল না মেলায়

You may also like