Noushad Ahmed

জংগল ২

Noushad Ahmed
জংগল ২

33 Plays

27 Feb 2021

এই জীবনডা যুদ্ধ, তুই ভাবিস না শান্ত। হাটু পানিতে পইড়া সাতরাইয়া হইয়া যাবি ক্লান্ত। খুইজা তো পাবিনা ভায়া কুল কিনারা প্রান্ত। কেডা কারে চিনে আর কেডা কারে জানে, সবাই নিজেরে নিজেই ওস্তাদ মানে। খালি পকেটে থাকবোনা বন্ধুবান্ধব, আরেইইই তামাশার খেলায় এটাই বাস্তব। উপরে ফিটফাট, রাস্তা ঠিকঠাক, বিপদে পইড়া ভুইলা যাবি পথ ঘাট। তাইলে ধিপধাপ,পুরাই ধিপধাপ, আমি এক যোদ্ধা,বাপে নাম রাখছে নওশাদ। বরবাদ কইরা বরবাদ জীবনের অর্ধেক কাহিনী। আমার পথে আমি একা সামনে বিরাট বাহিনী বাপের টাকা কম, আহা মুখ দেখানোই শরম হারাম টাকার নতুন জামা পইড়া পিক তুইলা কেপশন দেয় চরম। নিজের প্যারা তো ভাইয়া নিজেরই কাছে অন্য সবাই তো খালি মজা বুঝে কইয়া লাভ নাই, তাই কইয়া লাভ নাই, যেটা পাই যেটা চাই, সেটা আকাশেতে উড়ে করণা আর কি করলো, পোলাপাইন সুইসাইড কইরা মরে। আরেকজনের বউ ভাগাইয়া মামা লইয়া আয়া পরে নিজের ঘরে। পাবিনা পাত্তা ভাইয়া পাবিনা পাত্তা যারে মন দিবা সেই তো দিবে যাত্তা সব কচুপাতা ভাইয়া সব কচুপাতা ছিরা খালি ডলো চেহারা সুন্দর না আমার, আমিতো ভাই কালো। সারারাত হ্যালো হ্যালো, কেমন আছো ভালো , টেনশনে মাথা ঘুরায় বিড়িতে আগুন জ্বালো ফেসবুক লাইভ অস্থির সমাজ। টিকটকের ফাতরামি কইরা টাকা কামায় হাজার হাজার। আসলে সবাই চায় ভাইয়া খালি উপরে উঠতে লক্ষে পৌঁছালেই দাম দিব কিন্তু থাকব না কেউ যাত্রাপথে। তোমার হাত ধরতে। মুখে বলা সহজ কিন্তু করা কঠিন ঘুমাইয়া স্বপ্নের মাঝে সব লাগে রঙ্গিন আসলে পায়ের নিচে নাইগা মাটি, মাথার উপরে নাইগা টিন। কতো কতো সিন ভাই কতো সিন বাস্তবে ফাফড়ে চলে এই দুনিয়া ফেইসবুকে সবাই বন্ধু, বাস্তবে চুদিনা। আমি হার মানি না, আমি হার মানি না। তবুও আমি বার বার হারি, বার বার শিখি কি আছে শেষ মাথায় দেইখা ছাড়মু ঠিকি। চিড়িয়াখানার বাঘ না আমি, জংগলে থাকি।

1 Comments

Leave a comment

4 years ago

এই জীবনডা যুদ্ধ, তুই ভাবিস না শান্ত। হাটু পানিতে পইড়া সাতরাইয়া হইয়া যাবি ক্লান্ত। খুইজা তো পাবিনা ভায়া কুল কিনারা প্রান্ত। কেডা কারে চিনে আর কেডা কারে জানে, সবাই নিজেরে নিজেই ওস্তাদ মানে। খালি পকেটে থাকবোনা বন্ধুবান্ধব, আরেইইই তামাশার খেলায় এটাই বাস্তব। উপরে ফিটফাট, রাস্তা ঠিকঠাক, বিপদে পইড়া ভুইলা যাবি পথ ঘাট। তাইলে ধিপধাপ,পুরাই ধিপধাপ, আমি এক যোদ্ধা,বাপে নাম রাখছে নওশাদ। বরবাদ কইরা বরবাদ জীবনের অর্ধেক কাহিনী। আমার পথে আমি একা সামনে বিরাট বাহিনী বাপের টাকা কম, আহা মুখ দেখানোই শরম হারাম টাকার নতুন জামা পইড়া পিক তুইলা কেপশন দেয় চরম। নিজের প্যারা তো ভাইয়া নিজেরই কাছে অন্য সবাই তো খালি মজা বুঝে কইয়া লাভ নাই, তাই কইয়া লাভ নাই, যেটা পাই যেটা চাই, সেটা আকাশেতে উড়ে করণা আর কি করলো, পোলাপাইন সুইসাইড কইরা মরে। আরেকজনের বউ ভাগাইয়া মামা লইয়া আয়া পরে নিজের ঘরে। পাবিনা পাত্তা ভাইয়া পাবিনা পাত্তা যারে মন দিবা সেই তো দিবে যাত্তা সব কচুপাতা ভাইয়া সব কচুপাতা ছিরা খালি ডলো চেহারা সুন্দর না আমার, আমিতো ভাই কালো। সারারাত হ্যালো হ্যালো, কেমন আছো ভালো , টেনশনে মাথা ঘুরায় বিড়িতে আগুন জ্বালো ফেসবুক লাইভ অস্থির সমাজ। টিকটকের ফাতরামি কইরা টাকা কামায় হাজার হাজার। আসলে সবাই চায় ভাইয়া খালি উপরে উঠতে লক্ষে পৌঁছালেই দাম দিব কিন্তু থাকব না কেউ যাত্রাপথে। তোমার হাত ধরতে। মুখে বলা সহজ কিন্তু করা কঠিন ঘুমাইয়া স্বপ্নের মাঝে সব লাগে রঙ্গিন আসলে পায়ের নিচে নাইগা মাটি, মাথার উপরে নাইগা টিন। কতো কতো সিন ভাই কতো সিন বাস্তবে ফাফড়ে চলে এই দুনিয়া ফেইসবুকে সবাই বন্ধু, বাস্তবে চুদিনা। আমি হার মানি না, আমি হার মানি না। তবুও আমি বার বার হারি, বার বার শিখি কি আছে শেষ মাথায় দেইখা ছাড়মু ঠিকি। চিড়িয়াখানার বাঘ না আমি, জংগলে থাকি।

You may also like