Maya

24 Plays

25 Jan 2021

Lyrics : আর চাইলেও পারবি না, ভাল হইতে তুই চাইলেও পারবি না, মন ভইরা প্যারা নিতে আর চাইলেও পারবি না আপন জনের হাত ধরতে আর চাইলেও পারবি না খোদার ইবাদত করতে সব শেষ, চোখের পানি মুইছা ফেলার সময় নাই কলম হাতে বইসা রইছি, লেখার কোন গল্প নাই জানি আর পিছে ফিরা তাকানোরও সুযোগ নাই এ কেমন শাস্তি মাউলা তোমার কাছে জবাব চাই যারে ভাবছি আপনা ভাই, জায়গা দিছি নিজের সিনায় টাইনা ফায়দা লুইটা ক্যান আমারে উলটা রাস্তা চিনায়? ভালবাইসা ফাইসা রইছি গত ৫ টা বছর ধইরা বড় ক্লান্ত আজ নিজের লগে নিজে যুদ্ধ কইরা৷ মুখোশের পিছনে মানুষ ক্যামনে কথা কয় তালে তাল মিলায়া ফান্দে পইরা গেলে খবর লয় আজ আমি সবার চোখে বড় এক আসামী সবাই মুইছা ফেলাইছে মন থেইকা ভাইবা চোখের পানি ক্যান? ইচ্ছা থাকলেও সমাজে বাইচা উপায় নাই পাখি উইরা গেছে দেশে গেলে খুইজা পাই তারে এখন আর ভবিষ্যৎ কইতে কোন কথা নাই থাইকা গেছে খালি অতীত নামের খারাপ গল্পটাই ক্যান এমন মায়া জালে ফাসায়া, একটু খানি হাসায়া চোখের জলে ভাসায় দিলা আমায়।! দুনিয়ার আজব একটা নীতি মানুষ মইরা যায়া ঠিকি কিন্তু থাইকা যায়গা স্মৃতি নিজের চোখে দেখা সত্য মিথ্যা ভাইলা লইতে হয় না পাইরা ভালবাসার মানুষ টিরে ভুইলা যাইতে হয় আবেগের ফান্দে পইরা জনম ভইরা প্যারা লইতে হয় দুই দিনের জীবন ফুরায় যায়, না চাইনা নিজের পরিচয়। আসলে সত্য নাকি মিথ্যা, মিথ্যা নাকি সত্য? জগতের লীলা খেলায় বীলা খায়া মন ভরপুর ক্লান্ত ভাইবা কষ্টের দিন গুলা যখন ছিল না কেউ সাথে ভুইলা গেছে করা ওয়াদা সখি হাত রাইখা হাতে আমি যার লিগা করছি চুরি শেই কইছে চোর দুনিয়া দফাদারির তউফা দিছে কাফনের কাপর না পাইরা কাচা বাসের খাচায় সারে তিন হাত মাটির ঘরে বন্দি কইরা মনের মানুষ গিয়া অন্যের হাত ধরে আমার মন টারে খেলনা বানায়া খেলছে কত জনে শেষে আইসা আপন বানায় নিছে প্যাচায়া কাফনে আমায় সাজাইছে চোখের জলে ছড়াইয়া কান্ধে চরায়া কলেমা পড়ায়া ক্যান বল? ক্যান এমন মায়া জালে ফাসায়া, একটু খানি হাসায়া চোখের জলে ভাসায় দিলা আমায়। দুনিয়ার আজব একটা নীতি মানুষ মইরা যায়া ঠিকি কিন্তু থাইকা যায়গা স্মৃতি

1 Comments

Leave a comment

3 years ago

Lyrics : আর চাইলেও পারবি না, ভাল হইতে তুই চাইলেও পারবি না, মন ভইরা প্যারা নিতে আর চাইলেও পারবি না আপন জনের হাত ধরতে আর চাইলেও পারবি না খোদার ইবাদত করতে সব শেষ, চোখের পানি মুইছা ফেলার সময় নাই কলম হাতে বইসা রইছি, লেখার কোন গল্প নাই জানি আর পিছে ফিরা তাকানোরও সুযোগ নাই এ কেমন শাস্তি মাউলা তোমার কাছে জবাব চাই যারে ভাবছি আপনা ভাই, জায়গা দিছি নিজের সিনায় টাইনা ফায়দা লুইটা ক্যান আমারে উলটা রাস্তা চিনায়? ভালবাইসা ফাইসা রইছি গত ৫ টা বছর ধইরা বড় ক্লান্ত আজ নিজের লগে নিজে যুদ্ধ কইরা৷ মুখোশের পিছনে মানুষ ক্যামনে কথা কয় তালে তাল মিলায়া ফান্দে পইরা গেলে খবর লয় আজ আমি সবার চোখে বড় এক আসামী সবাই মুইছা ফেলাইছে মন থেইকা ভাইবা চোখের পানি ক্যান? ইচ্ছা থাকলেও সমাজে বাইচা উপায় নাই পাখি উইরা গেছে দেশে গেলে খুইজা পাই তারে এখন আর ভবিষ্যৎ কইতে কোন কথা নাই থাইকা গেছে খালি অতীত নামের খারাপ গল্পটাই ক্যান এমন মায়া জালে ফাসায়া, একটু খানি হাসায়া চোখের জলে ভাসায় দিলা আমায়।! দুনিয়ার আজব একটা নীতি মানুষ মইরা যায়া ঠিকি কিন্তু থাইকা যায়গা স্মৃতি নিজের চোখে দেখা সত্য মিথ্যা ভাইলা লইতে হয় না পাইরা ভালবাসার মানুষ টিরে ভুইলা যাইতে হয় আবেগের ফান্দে পইরা জনম ভইরা প্যারা লইতে হয় দুই দিনের জীবন ফুরায় যায়, না চাইনা নিজের পরিচয়। আসলে সত্য নাকি মিথ্যা, মিথ্যা নাকি সত্য? জগতের লীলা খেলায় বীলা খায়া মন ভরপুর ক্লান্ত ভাইবা কষ্টের দিন গুলা যখন ছিল না কেউ সাথে ভুইলা গেছে করা ওয়াদা সখি হাত রাইখা হাতে আমি যার লিগা করছি চুরি শেই কইছে চোর দুনিয়া দফাদারির তউফা দিছে কাফনের কাপর না পাইরা কাচা বাসের খাচায় সারে তিন হাত মাটির ঘরে বন্দি কইরা মনের মানুষ গিয়া অন্যের হাত ধরে আমার মন টারে খেলনা বানায়া খেলছে কত জনে শেষে আইসা আপন বানায় নিছে প্যাচায়া কাফনে আমায় সাজাইছে চোখের জলে ছড়াইয়া কান্ধে চরায়া কলেমা পড়ায়া ক্যান বল? ক্যান এমন মায়া জালে ফাসায়া, একটু খানি হাসায়া চোখের জলে ভাসায় দিলা আমায়। দুনিয়ার আজব একটা নীতি মানুষ মইরা যায়া ঠিকি কিন্তু থাইকা যায়গা স্মৃতি

You may also like