Warm_14-49
Arghya Deআমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা ক্ষয়ে গেছে বসন্ত অনুভব পড়ে আছে ঝরা পাতা হতাশা। হতাশায় মরে গেল প্রেমহীন পাখি থেমে গেছে ব্যস্ততা তার ডাকাডাকি পড়ে আছে মাটিতে দেখি কুচো ফুল, হয়তো এ অভিশাপ হয়তো বা ভুল। আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা ক্ষয়ে গেছে বসন্ত অনুভব পড়ে আছে ঝরা পাতা হতাশা। ধীরে ধীরে গুলে দিলি তুই সেঁকো বিষ বদলেতে বুক ভরা ভালোবাসা নিস। অস্থির সময়ের নাচানাচি কোলাহল জ্বলে পুড়ে খাক, জ্বলে পুড়ে খাক চারদিকে শোরগোল দমকল, দমকল। যে আগুন জ্বলছে জ্বলুক কিছুক্ষণ আগুনের আঁচে অসহ্য তাপে ওষ্ঠাগত হোক তোর দেহ-মন। আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা তোর ক্ষত বুকে নিয়ে আমি অপরাধী তোর প্রেমে আজ আমি দাগী মুখপোড়া হতভাগা কলঙ্কভাগী মুখেতে মধু ছিল মনে ছিল গরল বুঝতে পারিনি আমি এতটাই সরল। হয়রান দিল-জান পাশে নেই ভগবান হাসছে যে শয়তান। বেইমান, বেইমান এ দুনিয়া বেইমান। হাহাকারে চিরে দেব পৃথিবীকে আমি রক্তের স্বাদ পাবে ফাটা-ফুটো ভূমি। আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা ক্ষয়ে গেছে বসন্ত অনুভব পড়ে আছে ঝরা পাতা হতাশা।
Leave a comment
আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা ক্ষয়ে গেছে বসন্ত অনুভব পড়ে আছে ঝরা পাতা হতাশা। হতাশায় মরে গেল প্রেমহীন পাখি থেমে গেছে ব্যস্ততা তার ডাকাডাকি পড়ে আছে মাটিতে দেখি কুচো ফুল, হয়তো এ অভিশাপ হয়তো বা ভুল। আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা ক্ষয়ে গেছে বসন্ত অনুভব পড়ে আছে ঝরা পাতা হতাশা। ধীরে ধীরে গুলে দিলি তুই সেঁকো বিষ বদলেতে বুক ভরা ভালোবাসা নিস। অস্থির সময়ের নাচানাচি কোলাহল জ্বলে পুড়ে খাক, জ্বলে পুড়ে খাক চারদিকে শোরগোল দমকল, দমকল। যে আগুন জ্বলছে জ্বলুক কিছুক্ষণ আগুনের আঁচে অসহ্য তাপে ওষ্ঠাগত হোক তোর দেহ-মন। আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা তোর ক্ষত বুকে নিয়ে আমি অপরাধী তোর প্রেমে আজ আমি দাগী মুখপোড়া হতভাগা কলঙ্কভাগী মুখেতে মধু ছিল মনে ছিল গরল বুঝতে পারিনি আমি এতটাই সরল। হয়রান দিল-জান পাশে নেই ভগবান হাসছে যে শয়তান। বেইমান, বেইমান এ দুনিয়া বেইমান। হাহাকারে চিরে দেব পৃথিবীকে আমি রক্তের স্বাদ পাবে ফাটা-ফুটো ভূমি। আমার জীবনে ঘন ধোঁয়াশা দুর্ভেদ্য নীল কুয়াশা ক্ষয়ে গেছে বসন্ত অনুভব পড়ে আছে ঝরা পাতা হতাশা।
You may also like