hit

25 Plays

22 Mar 2020

সমাজের নীতি জার নাই কোনো শেষ ছাত্রের হত্যা এটাই বাংলাদেশ মায় জন্ম দিয়া পোলারে দিছে শিক্ষা অন্যায়ের প্রতিবাদে আমাদের চোখ যা থাকতেও নাই তাই অত্যাচার কইরা যাইতে পারলো বড়ভাই এই সেই দেশ যেখানে সত্তর ঠাই নাই দিন শেষে দেখে মায় তার পোলা আর নাই প্রশ্ন একটাই কিসের, এই ক্ষমতা যা মানুষের মন থেকে কেরেনে য় মমতা আমি লজ্জিত এই দেশে আমার জন্ম ক্ষমতার জোরে যারা ভুলে যায় প্রাণের মর্ম মানুষ ঠিকই আছে কিন্তু মনুসত্ত নাই মরলে বুজবা কোথায় তোমার ঠাই কি শিক্ষা দিবো আমি আমার সন্তানকে প্রতিবাদ না করে সয়ে যাও অন্যায়কে নাই কোনো বিচার সালিশ তুমি কারে দিবা নালিশ আমার এ মন কয় কবে হবে সত্যের জয় দুর্নীতি তা তো উন্নতির আরেক নাম ভুইলা যায় কিসে মান আর অপমান কি শিখবো আমরা কি শিখবে তোমরা ঘরে ঢুকে দেখি মায়ের মুখটা গোমড়া বশে বসে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েই চুপ আয়নায়দেখি এই লজ্জিত মুখ প্রতারনা সেটা মুখে বলার মত নোয় রাস্তা ঘাটে কতোলোকে এইটার ক্ষত বয় ছাত্রের খুন এইটা নতুন কিছু নয় এইদেশে এইসব সচরাচর হয় আবরার ভাই আমাদের নতুন শিক্ষা দিলো প্রতিবাদ না করেই সে ভাল ছিল কিন্তু তার শিক্ষা তারে বাধা দিল তাই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিল এই সেই শিক্ষা যা বই পুস্তকে পাই বাস্তব জীবনে জার নাই কোনো ঠাই পুলিশ মামা সে তো ঘুষ নিয়েই ব্যাস্ত ভুইলাগেসে কবে তারা চালাইসে অস্ত্র বাংলার ময়দানে কে দিবো সমাধান চারিদিকে চলে এখন আব্রার ভাইএর গুনোগান we want justice পথে ঘাটে স্লোগান এইসব ঘটনা বাঙালির জন্য অপমান তাকিয়ে আছে বিশ্ব দেখে এই করুন দৃশ্য কিন্তু তার মা হয়ে গেছে নিস্ব কোনো মা এখন আর শিক্ষা চায় না তার সন্তানকে আর হারাতে চায় না যার সন্তান গেছে সেই মায় তো বুঝে ঘুমের ঘোরেও তার ছেলেকে খুঁজে মায়ের চিৎকারে আমার বুক ফাইটা যায় উপরওয়ালার কাছে এর বিচার চায় রাজনৈতিক দলে দলে করে রেষারেষি আর ভুক্ত ভুগি হোয় পুরা দেশবাসী আমরা সবই জানি কিন্তু কিছু বলিনা প্রশ্ন করলেও জানি উত্তর পামু না প্রতিবাদ কেমনে করবে, মনে ভয়ের বসবাস কবে জানি পরে যায় আমাদেরও লাশ ৭১রে বুদ্ধিজীবী যেমনে মারত ২০১৯সেও একই ভাবে মারলো যে মরছে সেও মানুষ যে মারছে সেও মানুষ তবে কেন তাদের বিবেক বেহুস আমি চাইনা এমন শিক্ষা যা মানুষকে বানায় পশু তার থেকে ভালো আছে ওই পথের শিশু কিসের শিক্ষা সবতো

1 Comments

Leave a comment

5 years ago

সমাজের নীতি জার নাই কোনো শেষ ছাত্রের হত্যা এটাই বাংলাদেশ মায় জন্ম দিয়া পোলারে দিছে শিক্ষা অন্যায়ের প্রতিবাদে আমাদের চোখ যা থাকতেও নাই তাই অত্যাচার কইরা যাইতে পারলো বড়ভাই এই সেই দেশ যেখানে সত্তর ঠাই নাই দিন শেষে দেখে মায় তার পোলা আর নাই প্রশ্ন একটাই কিসের, এই ক্ষমতা যা মানুষের মন থেকে কেরেনে য় মমতা আমি লজ্জিত এই দেশে আমার জন্ম ক্ষমতার জোরে যারা ভুলে যায় প্রাণের মর্ম মানুষ ঠিকই আছে কিন্তু মনুসত্ত নাই মরলে বুজবা কোথায় তোমার ঠাই কি শিক্ষা দিবো আমি আমার সন্তানকে প্রতিবাদ না করে সয়ে যাও অন্যায়কে নাই কোনো বিচার সালিশ তুমি কারে দিবা নালিশ আমার এ মন কয় কবে হবে সত্যের জয় দুর্নীতি তা তো উন্নতির আরেক নাম ভুইলা যায় কিসে মান আর অপমান কি শিখবো আমরা কি শিখবে তোমরা ঘরে ঢুকে দেখি মায়ের মুখটা গোমড়া বশে বসে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েই চুপ আয়নায়দেখি এই লজ্জিত মুখ প্রতারনা সেটা মুখে বলার মত নোয় রাস্তা ঘাটে কতোলোকে এইটার ক্ষত বয় ছাত্রের খুন এইটা নতুন কিছু নয় এইদেশে এইসব সচরাচর হয় আবরার ভাই আমাদের নতুন শিক্ষা দিলো প্রতিবাদ না করেই সে ভাল ছিল কিন্তু তার শিক্ষা তারে বাধা দিল তাই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিল এই সেই শিক্ষা যা বই পুস্তকে পাই বাস্তব জীবনে জার নাই কোনো ঠাই পুলিশ মামা সে তো ঘুষ নিয়েই ব্যাস্ত ভুইলাগেসে কবে তারা চালাইসে অস্ত্র বাংলার ময়দানে কে দিবো সমাধান চারিদিকে চলে এখন আব্রার ভাইএর গুনোগান we want justice পথে ঘাটে স্লোগান এইসব ঘটনা বাঙালির জন্য অপমান তাকিয়ে আছে বিশ্ব দেখে এই করুন দৃশ্য কিন্তু তার মা হয়ে গেছে নিস্ব কোনো মা এখন আর শিক্ষা চায় না তার সন্তানকে আর হারাতে চায় না যার সন্তান গেছে সেই মায় তো বুঝে ঘুমের ঘোরেও তার ছেলেকে খুঁজে মায়ের চিৎকারে আমার বুক ফাইটা যায় উপরওয়ালার কাছে এর বিচার চায় রাজনৈতিক দলে দলে করে রেষারেষি আর ভুক্ত ভুগি হোয় পুরা দেশবাসী আমরা সবই জানি কিন্তু কিছু বলিনা প্রশ্ন করলেও জানি উত্তর পামু না প্রতিবাদ কেমনে করবে, মনে ভয়ের বসবাস কবে জানি পরে যায় আমাদেরও লাশ ৭১রে বুদ্ধিজীবী যেমনে মারত ২০১৯সেও একই ভাবে মারলো যে মরছে সেও মানুষ যে মারছে সেও মানুষ তবে কেন তাদের বিবেক বেহুস আমি চাইনা এমন শিক্ষা যা মানুষকে বানায় পশু তার থেকে ভালো আছে ওই পথের শিশু কিসের শিক্ষা সবতো

You may also like