SingerShohel
SingerShohel

প্রেম করে মন

প্রেম করে মন

44 Plays

20 Jan 2020

প্রেম করে মন দিলানা, আমি মরলে এক্টু কাদবা না। বন্দু মন ভাংগিয়া চইলা গেলে, সুখ মিলে না মিলে না। প্রেম করিয়া চাইরা গেলে, সুখ মিলেনা মিলেনা। 🎶🎶 পুকুর দারে হাটতে গেলে তোমার কথা মনে পডে। রোজ বিকালে তোমার দেখা আর তো মিলেনারে। দিন পুরালে স্নদা নামে তোমার কথা মনে পডে। প্রেমে পাওয়া এত জালা সইতে পারি না রে। 🎶🎶 জোচনা রাতে জোনাক জলে, ব্যাথার নদী বইয়া চলে। চোখের জলে বালিশ বিজে গুমতো আসে না রে। চোখ বুজিলে তুমি আসো মিচা মিচে ভালো বাসো চোখ মিলিয়া কাদতে থাকি ভালো লাগে না রে।

1 Comments

Leave a comment

4 years ago

প্রেম করে মন দিলানা, আমি মরলে এক্টু কাদবা না। বন্দু মন ভাংগিয়া চইলা গেলে, সুখ মিলে না মিলে না। প্রেম করিয়া চাইরা গেলে, সুখ মিলেনা মিলেনা। 🎶🎶 পুকুর দারে হাটতে গেলে তোমার কথা মনে পডে। রোজ বিকালে তোমার দেখা আর তো মিলেনারে। দিন পুরালে স্নদা নামে তোমার কথা মনে পডে। প্রেমে পাওয়া এত জালা সইতে পারি না রে। 🎶🎶 জোচনা রাতে জোনাক জলে, ব্যাথার নদী বইয়া চলে। চোখের জলে বালিশ বিজে গুমতো আসে না রে। চোখ বুজিলে তুমি আসো মিচা মিচে ভালো বাসো চোখ মিলিয়া কাদতে থাকি ভালো লাগে না রে।

You may also like