borolox
Ziadul Islam Ziadসমাজে কতো হেলা - অবহেলার ই খেলা এই নিদ্রিত শহরে লেগেছে টাকার মেলা তারা নিশাচরএ নিশ্চুপ কতো সম্রাট পার হতে যাবে বসে ক্ষমতার ই ভেলা সারা বিশ্ব মন্ত্রমুগ্ধ দেখে আশ্চর্যতায় এই বাংলা কতো ধ্বনি কালো টাকার প্রাচুর্যতায় নিজেরা ধনী হবে বাকিরা গরীব নিজেদের ভাবে পীর বাকি সব তাদের মুরিদ এটা দেশ আমার ক্যাসিনোর শহর জাগ্রত যারা ছিল জনতার কাছে দৃঢ় প্রতিজ্ঞব্রত সব ফাঁস , সব গ্রাস , আঙ্গুল তুলে সব চুপেচাপে চলে তারা নিজেরাই বিব্রত টাকা পয়সা হতে থাকলে সব ই জবর নিজেদের জন্য খুরে তারা সোনার কবর গরিবেরা পায়না ভাত খিদার জ্বালায় বড়লকে পাদ দিলে তাও খবর দেশে কত ধনী তাও, খীদার জিঞ্জির।।। গরীবের অভাব ধনীর অভাব নেই সবাই যেনো পাখি লোন নামক পিঞ্জির আর।।।। শতে শত লাখ, কালো টাকার ব্যবসা হাজরে হাজরে লোক থাক,তাও করবে কব্জা কেমন এই কেমন এই ভাব, মনে প্রতিহিংসা সততা নিষ্ঠা করে শান্তির চর্চা টাকা, সুদ দিয়ে ঋণ নিয়ে এতে কি লাভ এরা করতে কী পারে পূরণ নিথুর আত্মার পাপ সঙ্গে মেটাতে অভাব শেষে যাবে শুধু নিথর দেহ আর অভিশাপ তারা অঙ্ক করে তাও হিসাব কষে না তারা মানেনা , শুনেনা বুঝেও বুঝেনা নিজেদের গুরু ভাবে লাগে লঘুরা পারে না একটু ঝুঁকে দেখ জিবনটা কতো রাফ কেনো করে লুটপাট করো তাদের সর্বসাফ জীবন বিভ্রান্ত নীতির অবক্ষয় ভালো কাজে উদারতা আবার কিসের সংশয়
Leave a comment
সমাজে কতো হেলা - অবহেলার ই খেলা এই নিদ্রিত শহরে লেগেছে টাকার মেলা তারা নিশাচরএ নিশ্চুপ কতো সম্রাট পার হতে যাবে বসে ক্ষমতার ই ভেলা সারা বিশ্ব মন্ত্রমুগ্ধ দেখে আশ্চর্যতায় এই বাংলা কতো ধ্বনি কালো টাকার প্রাচুর্যতায় নিজেরা ধনী হবে বাকিরা গরীব নিজেদের ভাবে পীর বাকি সব তাদের মুরিদ এটা দেশ আমার ক্যাসিনোর শহর জাগ্রত যারা ছিল জনতার কাছে দৃঢ় প্রতিজ্ঞব্রত সব ফাঁস , সব গ্রাস , আঙ্গুল তুলে সব চুপেচাপে চলে তারা নিজেরাই বিব্রত টাকা পয়সা হতে থাকলে সব ই জবর নিজেদের জন্য খুরে তারা সোনার কবর গরিবেরা পায়না ভাত খিদার জ্বালায় বড়লকে পাদ দিলে তাও খবর দেশে কত ধনী তাও, খীদার জিঞ্জির।।। গরীবের অভাব ধনীর অভাব নেই সবাই যেনো পাখি লোন নামক পিঞ্জির আর।।।। শতে শত লাখ, কালো টাকার ব্যবসা হাজরে হাজরে লোক থাক,তাও করবে কব্জা কেমন এই কেমন এই ভাব, মনে প্রতিহিংসা সততা নিষ্ঠা করে শান্তির চর্চা টাকা, সুদ দিয়ে ঋণ নিয়ে এতে কি লাভ এরা করতে কী পারে পূরণ নিথুর আত্মার পাপ সঙ্গে মেটাতে অভাব শেষে যাবে শুধু নিথর দেহ আর অভিশাপ তারা অঙ্ক করে তাও হিসাব কষে না তারা মানেনা , শুনেনা বুঝেও বুঝেনা নিজেদের গুরু ভাবে লাগে লঘুরা পারে না একটু ঝুঁকে দেখ জিবনটা কতো রাফ কেনো করে লুটপাট করো তাদের সর্বসাফ জীবন বিভ্রান্ত নীতির অবক্ষয় ভালো কাজে উদারতা আবার কিসের সংশয়
You may also like