Prì tàm
Prì tàm

lal bahini

lal bahini

11 Plays

28 Sep 2019

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই। ভালা মাইনসের ভাত নাই, আদালতে আইন নাই। কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই। এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই? স্বাধিনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই। দেশ প্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই। যেই দেশেতে ঠাই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই। ৭১'এর দালালরা, হুঁশিয়ার সাবধান। অস্ত্র থাকে কাপুরুষের লাল বাহিনীর র‍্যাপ গান। ধর্মের নামে ধান্দাবাজী, এই শালারা বেঈমান। মূর্খ মানব মন্ত্রী হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ। রাজনিতিতে রাজা হইছ, রক্ত হাতে মুসলমান। ফকির লালে সালিশ ডাকছে আলবদরগো ডাইকা আন। স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার, গুতাম শাটের খোলার আগে, লালের বুকে বোমা মার। দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না। মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ্‌ রাসুল শিখাইস না। ভাইরা আমার রক্ত দিছে, এই কথাটা ভুলিস না। সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না। কেয়ামতের ময়দানেও লালে তোগো ছাড়বো না। বাংলা র‍্যাপের বন্দুক হাতে, খোদার কছম বাচবি না। ভুল তো করে সবাই, কিন্তু কিছু ভুলের মাপ নাই। ভাইরা আমার জীবন দিছে, আলবদরগো বিচার চাই। সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই। ভালা মাইনসের ভাত নাই, আদালতে আইন নাই। কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই। এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই? স্বাধিনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই। দেশ প্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই। যেই দেশেতে ঠাই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই। শহীদ জিয়ার সৃতি স্বরূপ কিছু কথা লিখতে চাই। হঠাৎ কইরা কি যে হইল? কাগজ আছে, কলম নাই। ৭৫'এর মীর্জাফর বাঙালীরা ভোলে নাই। কলম হাতে ঠিকই লালের, বাইচা গেছ, লিখি নাই। হুমকি দিয়া কি লাভ মিয়া? ফকিরের আর কিসের ভয়? রক্ত হাতে, চশমা চোখে, খুনি ক্যামনে শহীদ হয়? চামচিকারে বাংলাদেশে কে বানাইল মাতব্বর? লাল সবুজে শরীর ঢাকা, সব শালারা মীর্জাফর। "জয় জয় পাকিস্তান" "জয় জয় মুসলমান" দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্থান। ষড়যন্ত্রের শিকার, কিন্তু বঙ্গবন্ধু মরে নাই। মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই। থানা পুলিশ ডাইকা আন, খুন খারাবি করতে চাই। বঙ্গবন্ধু বাইচা আছে, বাঙালীরা বাইচা নাই। শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই। আমি একজন বাংলাদেশী, মুজিব হত্যার বিচার চাই।

1 Comments

Leave a comment

5 years ago

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই। ভালা মাইনসের ভাত নাই, আদালতে আইন নাই। কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই। এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই? স্বাধিনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই। দেশ প্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই। যেই দেশেতে ঠাই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই। ৭১'এর দালালরা, হুঁশিয়ার সাবধান। অস্ত্র থাকে কাপুরুষের লাল বাহিনীর র‍্যাপ গান। ধর্মের নামে ধান্দাবাজী, এই শালারা বেঈমান। মূর্খ মানব মন্ত্রী হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ। রাজনিতিতে রাজা হইছ, রক্ত হাতে মুসলমান। ফকির লালে সালিশ ডাকছে আলবদরগো ডাইকা আন। স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার, গুতাম শাটের খোলার আগে, লালের বুকে বোমা মার। দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না। মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ্‌ রাসুল শিখাইস না। ভাইরা আমার রক্ত দিছে, এই কথাটা ভুলিস না। সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না। কেয়ামতের ময়দানেও লালে তোগো ছাড়বো না। বাংলা র‍্যাপের বন্দুক হাতে, খোদার কছম বাচবি না। ভুল তো করে সবাই, কিন্তু কিছু ভুলের মাপ নাই। ভাইরা আমার জীবন দিছে, আলবদরগো বিচার চাই। সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই। ভালা মাইনসের ভাত নাই, আদালতে আইন নাই। কোট কাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই। এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই? স্বাধিনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই। দেশ প্রেমীকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই। যেই দেশেতে ঠাই নাই, সেই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই। শহীদ জিয়ার সৃতি স্বরূপ কিছু কথা লিখতে চাই। হঠাৎ কইরা কি যে হইল? কাগজ আছে, কলম নাই। ৭৫'এর মীর্জাফর বাঙালীরা ভোলে নাই। কলম হাতে ঠিকই লালের, বাইচা গেছ, লিখি নাই। হুমকি দিয়া কি লাভ মিয়া? ফকিরের আর কিসের ভয়? রক্ত হাতে, চশমা চোখে, খুনি ক্যামনে শহীদ হয়? চামচিকারে বাংলাদেশে কে বানাইল মাতব্বর? লাল সবুজে শরীর ঢাকা, সব শালারা মীর্জাফর। "জয় জয় পাকিস্তান" "জয় জয় মুসলমান" দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্থান। ষড়যন্ত্রের শিকার, কিন্তু বঙ্গবন্ধু মরে নাই। মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই। থানা পুলিশ ডাইকা আন, খুন খারাবি করতে চাই। বঙ্গবন্ধু বাইচা আছে, বাঙালীরা বাইচা নাই। শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই। আমি একজন বাংলাদেশী, মুজিব হত্যার বিচার চাই।

You may also like