GM AJAJ
GM AJAJ

Unlimited 24

Unlimited 24

15 Plays

12 Sep 2019

GM Ajaj Why So Seriously....! শুন আমার কথা মগজেতে ঢুকা... অলিতে-গলিতে স্বপ্নগুলো এখন দিচ্ছে নড়া-চড়া। কয়দিন আগে ছিলো রানার রাস্তার ধারা এখন দেশ কাঁপাচ্ছে রানার Gullyboy দিয়া। বাস্তবতার এই কি লিলা খেলা চোখে সামনে লাশের বন্যা ভরা...! যেদিকে তাঁকাই,সেদিকে লাশের ছায়া হাসে...! অন্ধকারের নিঃস্তব্ধতার ভিড়ে নিঃস্তব্ধতার ভিড়ে...! এই বদ্ধ সমাজ করেছে আমায় অগোছালো! তাই তো! তাদের বিরুদ্ধে লিখছি আমার কাব্যগাঁথাটুকু। এই কাব্যগাঁথায় রয়েছে মানুষের আর্তনাদের কথা..... দিন-মজুরির ঘাম ঝরানোর প্রতিটি ফোঁটায়। সকালে উঠে মনে মনে বলতাম সারাদিন আমি যেনো ভালো হয়ে চলতাম! বাহির হতে হয়ে যদি হয়ই পিচঢালা তাহলে তো! স্বপ্নগুলো আমার হাতছাড়া! এইবার শুন কিছু বাস্তবতার কথা বলে যাই তোকে দেখে কিছু মানুষ অট্টাহাসি-হেসে চলে যায়! সমাজের স্তরে পড়ে আছে কত ধূলাবালি লুকিয়ে! দেখো ভিডিও নিয়ে ব্যস্ত তো সেও দেখেও দেখে নিই কেউ এই করুণ চোখের মিনতি-টা শ্রেয়!

1 Comments

Leave a comment

5 years ago

GM Ajaj Why So Seriously....! শুন আমার কথা মগজেতে ঢুকা... অলিতে-গলিতে স্বপ্নগুলো এখন দিচ্ছে নড়া-চড়া। কয়দিন আগে ছিলো রানার রাস্তার ধারা এখন দেশ কাঁপাচ্ছে রানার Gullyboy দিয়া। বাস্তবতার এই কি লিলা খেলা চোখে সামনে লাশের বন্যা ভরা...! যেদিকে তাঁকাই,সেদিকে লাশের ছায়া হাসে...! অন্ধকারের নিঃস্তব্ধতার ভিড়ে নিঃস্তব্ধতার ভিড়ে...! এই বদ্ধ সমাজ করেছে আমায় অগোছালো! তাই তো! তাদের বিরুদ্ধে লিখছি আমার কাব্যগাঁথাটুকু। এই কাব্যগাঁথায় রয়েছে মানুষের আর্তনাদের কথা..... দিন-মজুরির ঘাম ঝরানোর প্রতিটি ফোঁটায়। সকালে উঠে মনে মনে বলতাম সারাদিন আমি যেনো ভালো হয়ে চলতাম! বাহির হতে হয়ে যদি হয়ই পিচঢালা তাহলে তো! স্বপ্নগুলো আমার হাতছাড়া! এইবার শুন কিছু বাস্তবতার কথা বলে যাই তোকে দেখে কিছু মানুষ অট্টাহাসি-হেসে চলে যায়! সমাজের স্তরে পড়ে আছে কত ধূলাবালি লুকিয়ে! দেখো ভিডিও নিয়ে ব্যস্ত তো সেও দেখেও দেখে নিই কেউ এই করুণ চোখের মিনতি-টা শ্রেয়!

You may also like