Ushai Marma

POP THAT TRUNK (11:36)

Ushai Marma
POP THAT TRUNK (11:36)

5 Plays

30 Dec 2021

একদিকে ভূমি নিয়ে প্রতারণা, অপরদিকে নিজের ভূমিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তাড়ণা। পাহাড়ের সুদূর ভবিষ্যৎ অনিশ্চয়তাই, তারা তো বুঝবে না,তারা শহরের মানুষ বলে তাই। কারণ তারা দেখেনি সাঙ্গুর ১১১ ম্রো পরিবারের ভূমি বিচ্ছেদ, তারা দেখেনি সাজেকের মানুষের স্বদেশ প্রত্যাবর্তন। তারা দেখেনি লংগদুর গণহত্যা, তারা শোনেনি কর্ণফুলির কান্না। কারণ তারা,শহরের মানুষ বলে তাই। সব ঘুরে এবার এসেছে তা আমাদের বান্দরবানে। পর্যটনন্নোয়নের নামে বগার সাধারণ মানুষের অধিকার ভাসিয়ে দিবে সাঙ্গু নদীর জলের বানে। শহরের মানুষ এসে দেখবে,সহজ সরল পাহাড়ীদের মুখে তখনো রয়েছে হাসি। কারণ তাদের যে,দুমোঠো চাল দিলেই চোখ হবে রাশি রাশি। এ যেন সাক্ষাত, চিড়িয়াখানা বিনোদন পেতে শহরের মানুষের জন্য এখানে নেই কোনো মানা। কারণ তারা,শহরের মানুষ বলে, তাই না।

1 Comments

Leave a comment

3 years ago

একদিকে ভূমি নিয়ে প্রতারণা, অপরদিকে নিজের ভূমিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তাড়ণা। পাহাড়ের সুদূর ভবিষ্যৎ অনিশ্চয়তাই, তারা তো বুঝবে না,তারা শহরের মানুষ বলে তাই। কারণ তারা দেখেনি সাঙ্গুর ১১১ ম্রো পরিবারের ভূমি বিচ্ছেদ, তারা দেখেনি সাজেকের মানুষের স্বদেশ প্রত্যাবর্তন। তারা দেখেনি লংগদুর গণহত্যা, তারা শোনেনি কর্ণফুলির কান্না। কারণ তারা,শহরের মানুষ বলে তাই। সব ঘুরে এবার এসেছে তা আমাদের বান্দরবানে। পর্যটনন্নোয়নের নামে বগার সাধারণ মানুষের অধিকার ভাসিয়ে দিবে সাঙ্গু নদীর জলের বানে। শহরের মানুষ এসে দেখবে,সহজ সরল পাহাড়ীদের মুখে তখনো রয়েছে হাসি। কারণ তাদের যে,দুমোঠো চাল দিলেই চোখ হবে রাশি রাশি। এ যেন সাক্ষাত, চিড়িয়াখানা বিনোদন পেতে শহরের মানুষের জন্য এখানে নেই কোনো মানা। কারণ তারা,শহরের মানুষ বলে, তাই না।

You may also like